ফারুক হত্যার বিচারের দাবিতে টাঙ্গাইলে আ.লীগের মিছিল

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।
আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জোয়াহেরুল ইসলাম, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান মারুফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামছুজ্জামান পাশা, সাবেক পৌর কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল, গোলাম কিবরিয়া বড় মনি, নিহত ফারুক আহমেদের ছেলে সুমন আহমেদ ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল আলম মুকুল প্রমুখ। মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।