রূপালী ব্যাংকের অর্থ ‘আত্মসাৎ’, ডিজিএমসহ দুজনের নামে মামলা

রূপালী ব্যাংকের চার কোটি ৭৬ লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ব্যাংকটির উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বিকেলে দুদক খুলনার উপসহকারী পরিচালক মো. মোশারেফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম মো. আবদুর রহমান এবং বায়োনিক সি ফুড ও গরীব নেওয়াজ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ সাত্তার।
মামলায় বলা হয়েছে, রূপালী ব্যাংক শামস বিল্ডিং খুলনা শাখার অনুকূলে গোডাউন থেকে ৯১৪৩ কার্টন চিংড়ি মাছের বাজারমূল্য চার কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৬৯০ টাকা দুর্নীতি, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন আসামিরা।
মামলায় আত্মসাৎ করার সময়কাল দেখানো হয়েছে ২০১৩ সালের ১৮ মার্চ থেকে ২১ অক্টোবরের যেকোনো সময়।
এর মধ্যে আসামি আবদুর রহমান বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) রয়েছেন। এ ব্যাপারে তিনি জানান, ঘটনার পর তিনি ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এম এ সাত্তার এ টাকা পরিশোধ করার অঙ্গীকার করেছিলেন। তিনি এ মামলায় আশ্চর্য হয়েছে বলে জানান।
রূপালী ব্যাংক শামসু বিল্ডিং শাখার দায়িত্বে থাকা এজিএম মো. ইমন আলী জানান, বায়োনিক সি ফুড ও গরীব নেওয়াজ ক্লিনিকের এমডি এম এ সাত্তারের নামে তাঁরা গত বছর অর্থঋণ আদালতে মামলা করেছিলেন।
এ ব্যাপারে বায়োনিক সি ফুডের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।