চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৬টার দিকে উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাহেদা খাতুন (৫২)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভীমরুল্লাহ গ্রামের শাহজাহান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে উজিরপুরে যাওয়ার পথে সাহেদা খাতুন দুর্ঘটনার শিকার হন।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তপন নন্দী জানান, মাথায় আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা কেউ জানেন না।