জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারীর ইন্তেকাল
মহান স্বাধীনতা যুদ্ধে হানাদারমুক্ত জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ও ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ফয়েজুর রহমান (৭০) আর নেই। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সাবেক পৌর চেয়ারম্যান প্রখ্যাত শ্রমিক নেতা ও সাংবাদিক ফয়েজুর রহমানের মৃত্যুতে জামালপুরের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ফয়েজুর রহমান জীবদ্দশায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে ১১ নম্বর সেক্টরের কোম্পানির কমান্ডারের দায়িত্ব পালন করে সাহসিকতার সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেন। তিনি দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ শেষে ১১ ডিসেম্বর জামালপুরকে শক্রমুক্ত করেন এবং শহরের ওয়াপদা রেস্ট হাউসে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। স্বাধীনতার পর তিনি জামালপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং ১৯৯৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি জেলার প্রখ্যাত শ্রমিক নেতাও ছিলেন। রাজনীতির পাশপাশি তিনি দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন এবং জামালপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ঝিনাই প্রত্রিকার প্রকাশক ছিলেন। তিনি জামালপুর ক্রীড়া সংস্থা ও জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মনিমেলা খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে ফয়েজুর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর তাঁর লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।