পাবনা জেলা ও পাবিপ্রবির ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/20/photo-1437413434.jpg)
পাবনা জেলা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ এই নতুন কমিটি অনুমোদন করে।
পাবনা জেলা ছাত্রলীগের কমিটিতে মো. রুহুল আমীন সভাপতি, শিবলী সাদিক সাধারণ সম্পাদক এবং পাবিপ্রবি শাখায় শাহেদ সাদেকী শান্ত সভাপতি, ওয়ালিউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন এই দুই কমিটিকে অভিনন্দন জানিয়েছে জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ।
পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্তনু জানান, গত ১৬ মে পাবনা জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। ওই সময় কমিটি ঘোষণা না করে জানানো হয় কমিটি পরে ঘোষণা করা হবে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষর করে এই দুই কমিটি অনুমোদন করেন।
পাবনা জেলা ছাত্রলীগের কমিটিতে মো. রুহুল আমীন সভাপতি, সহসভাপতি সাজেদুল ইসলাম সজিব, খন্দকার তৌহিদুল আনোয়ার ও শিবলী সাদিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহেদ সাদেকী শান্ত সভাপতি, সহসভাপতি খালেদ হোসেন, মাহাদী হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল ফয়সাল, শামসুল আরেফিন বিপু ও সিরাজুল ইসলামকে করা হয়েছে।
নতুন কমিটির এই খবর জানার পার পাবনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। নতুন এই দুই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, কামিল হোসেন, সরদার মিঠু আহমেদ, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মাজহারুল ইসলাম মানিক, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্তনু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামিরুল ইসলাম মাইকেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, আহমেদ শরীফ ডাবলু, থানা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান, সাবেক কাউন্সিলর শেখ ইকবাল প্রমুখ।