সাতক্ষীরার চরে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর চরে পুঁতে রাখা অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভামিয়া গ্রামের ওই নদীতে মাছ ধরার সময় চরের কাদার মধ্যে লাশটি দেখতে পান স্থানীয় নারীরা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে স্থানীয়ভাবে কেউ তাঁকে শনাক্ত করতে পারেননি।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শুভেন্দু কুমার পাল বলেন, ‘অজ্ঞাতপরিচয় এই যুবকের বয়স ৩০ হতে পারে। তাঁর একটি চোখ উপড়ানো ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। হত্যাকারীরা লুঙ্গি ও গেঞ্জি পরা যুবকের মুখমণ্ডল এমনভাবে নষ্ট করে দিয়েছে, যাতে কেউ চিনতে না পারে।’
এএসআই জানান, হত্যাকাণ্ডটি দু-একদিন আগে হতে বলে তাঁর ধারণা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।