বিএনপির গুম-খুনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না

বিএনপির গুম, খুন, সন্ত্রাসের নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙতে পারেনি, পারবেও না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে ফেনীতে চলমান ছয় লেন ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের সড়কে যাতায়াতের খবর প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, আমার সঙ্গে তিনি নিয়মিত আলাপ করছেন।’
টাঙ্গাইলের মধুপুরে রূপা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রূপা আইনজীবী হয়ে মানুষকে আইনি সহায়তা দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার আগেই তাঁকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। রূপার ওপর পাশবিক নির্যাতন হয়েছে।
সেতুমন্ত্রী আরো বলেন, গাড়ির চালকদের চাকরি দেওয়ার আগে মালিকপক্ষ যেন খোঁজখবর নেন, খারাপ লোকদের যেন চাকরি দেওয়া না হয় সে জন্য পরিবহন মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।