মুন্সীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র্যালি

দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা ও র্যালি কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মহাকালী ইউনিয়নে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগেঞ্জের মহাকালী ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
জনসভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয় বিচারহীনতার সংস্কৃতির জন্য দেশজুড়ে জনমনে গভীর আস্থাহীনতা তৈরি হয়েছে। জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে আগামী দিনগুলো তাদের কেমন যাবে ভেবে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল জনগণের মনের কথা অনুধাবন করে দেশব্যাপী জনসভা ও র্যালির এই কর্মসূচি দিয়েছেন।
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে গত ২০ সেপ্টেম্বর থেকে এই জনসভা ও র্যালি কর্মসূচি শুরু হয়েছে এবং তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত টানা অব্যাহত থাকবে।