রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবিতে মোংলায় মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করা হয়েছে। এ সময় রোহিঙ্গাদের এদেশে আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মোংলা পৌরসভার সামনে শেখ আবদুল হাই সড়কে হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মোংলা পৌর নাগরিক সমাজের আয়োজনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক লোক মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোংলা পৌর নাগরিক সমাজের আহ্বায়ক এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী, চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, কেন্দ্রীয় বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান এবং সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন।
এ সময় বক্তারা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক, তাদেরকে বাঁচাতে দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনাসহ রোহিঙ্গাদের এদেশে আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।
এদিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়িন বন্ধে মানববন্ধন আয়োজন করায় এতে অংশগ্রহণকারী বিভিন্ন ধর্মের লোকজন পৌর নাগরিক সমাজকে সাধুবাদ জানিয়েছেন।