ভাইবোনের গায়ে এসিড, আটক ৩

ময়মনসিংহে তিন ভাইবোনকে এসিড নিক্ষেপের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতেই ওই তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন মরিয়মের সাবেক স্বামী সোহেল, আল আমীন ও উজ্জ্বল।
ময়মনসিংহের হালুয়াঘাটে গতকাল মঙ্গলবার রাতে মরিয়ম (২২), মহিরুন (১৪) ও রাসেলকে লক্ষ্য করে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মরিয়মের সাবেক স্বামী এ ঘটনা করিয়েছে।
দুই বছর আগে মরিয়মের সঙ্গে বিয়ে হয় সোহেলের। তবে আট মাস আগে উভয়ের ছাড়াছাড়ি হয়ে যায়।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. লাল মিয়া জানান, গতকাল রাতেই আটক করা হয় ওই তিন ব্যক্তিকে। থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।