ফেসবুকে কটূক্তি করায় ছাত্রলীগ নেতার গুলি, আটক ১

পাবনার আতাইকুলায় ফেসবুকে কটূক্তি করাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতা প্রতিপক্ষকে গুলি ছুড়েছে। এ ঘটনায় জনতা বিদেশি অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আতাইকুলা থানার তাজিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক হজরত (৪৫) আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তাঁকে আজ বুধবার অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল মামলার বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, সম্প্রতি তাজিয়ারপাড়া গ্রামের মহসিনকে একটি ফেসবুক আইডি খুলে দেয় একই গ্রামের রুহুল। কিন্তু রুহুলের কাছে মহসিনের ফেসবুক পাসওয়ার্ডটি ছিল। রুহুল সেই পাসওয়ার্ড ব্যবহার করে মহসিনের ফেসবুক পাতায় তাঁর ‘নিরক্ষর’ বাবা সম্পর্কে কটূক্তি করে।
‘এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রুহুলের সঙ্গে আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাজিয়ারপাড়া গ্রামের বাসিন্দা রুবেল, মহসিন, হজরত, মিলনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রুবেল তার হাতে থাকা একটি অস্ত্র দিয়ে রুহুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।’
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে রুবেলসহ কয়েকজন পালিয়ে যায়। কিন্তু জনতা হজরতকে (৪৫) একটি পাকিস্তানি অস্ত্রসহ আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক।