জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২
জামালপুরে ইসলামপুর-ঝগড়ারচর সড়কের বটচর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় দীপ্তি বেগম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার এ ঘটনা ঘটে।
নিহত দীপ্তি বেগম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর গ্রামের বাসিন্দা।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-ইসলাম জানিয়েছেন, নিহত দীপ্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মেলান্দহ উপজেলায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে মো. আসিফ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ মিয়া জামালপুর সদর উপজেলার কুচগড় এলাকার বাসিন্দা। তার ফুপা হানিফ উদ্দিন জানান, আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে ইসলামপুর থেকে জামালপুর আসার পথে মেলান্দহের নয়ানগর এলাকায় পড়ে যায় আসিফ। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
পরে আসিফের স্বজনরা আসিফের লাশ উদ্ধার করে মেলান্দহের দুরমুঠ এলাকায় তার নানার বাড়িতে নিয়ে যায়।