নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আক্তার খন্দকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের হাসান মিয়ার ছেলে।
শুক্রবার রাতে নবীনগর-রাধিকা সড়কে উপজেলার কনিকাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার মারা যান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে থাকা অন্তত পাঁচজন আরোহী আহত হন।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালেপাঠানো হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।