রফিকুলসহ বিএনপির ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/22/photo-1437582932.jpg)
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৫৮ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদুজ্জামান এ অভিযোগপত্র দাখিল করেন।
এ ছাড়া ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রে উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল ইসলাম শিমুল বিশ্বাস, মীর আবু জাফর শামসুদ্দিন ওরফে দিদার, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল, শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর ও রবিন, সাবেক কমিশনার নবীউল্লাহ নবী, আতিকুল্লাহ ও বাদল সর্দার।
প্রসঙ্গত চলতি বছরের ২৩ জানুয়ারি রাতে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা মহিলা মাদ্রাসার সামনে তারাব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পরের দিন ২৪ জানুয়ারি বিকেলে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস।