সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ফাইল ছবি
সিরাজগঞ্জের রায়পুর স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ এ দুর্ঘটনায় পড়ে। এর ফলে সিরাজগঞ্জ থেকে পাবনার ঈশ্বরদী ও ঢাকার রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের মাস্টার আজাহার আলী এনটিভি অনলাইনকে জানান, রায়পুর স্টেশনে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় এ রেলপথ দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইঞ্জিনটি উদ্ধার করতে ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনের জন্য খবর পাঠানো হবে। তবে কত সময়ের মধ্যে ইঞ্জিনটি উদ্ধার করা হতে পারে তা জানাতে পারেননি স্টেশন মাস্টার।
‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এসে ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা করে।