চুয়াডাঙ্গায় গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড!

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার এক ঘণ্টায় সাড়ে সাতলাখ বৃক্ষরোপণ করা হয়েছে। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত জেলা জুড়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম চলে। বৃক্ষরোপণকে কেন্দ্র করে গোটা জেলায় উৎসবের আমেজ বিরাজ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবুজ চুয়াডাঙ্গা, সমৃদ্ধ বাংলাদেশ।’
বৃক্ষরোপণের মূল উদ্যোক্তা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ দুপুর ১২টায় সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে আমগাছের চারা ও তালের বীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্দি দে ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন মহানীম গাছের চারা রোপণ করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী কাউসার জাহান ও সদস্য, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলার চার উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তার ধারে এবং বাড়ির আঙিনায় গাছের চারা লাগানো হয়।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, চুয়াডাঙ্গার আবহাওয়া চরমাভাবাপন্ন । এখানে শীতের সময় শীত বেশি ও গরমের সময় গরম বেশি। বনভূমি ২৫ শতাংশ থাকার কথা থাকলে আছে ১৫ শতাংশ। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, এর আগে রংপুরের তারাগঞ্জে এক ঘণ্টায় দুই লাখ সাত হাজার গাছ লাগানোর রেকর্ড আছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এটাই সর্বোচ্চ রেকর্ড। তিনি দাবি করেন, ‘ভারতের মধ্যপ্রদেশে একদিন সর্বোচ্চ ছয় লাখ গাছের রেকর্ড রয়েছে। কিন্তু এক ঘণ্টায় এত গাছ লাগানোর রেকর্ড এটাই প্রথম।’