রোহিঙ্গা সমস্যা সারা বিশ্বের, বাংলাদেশের না : এলজিআরডিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিইআরডিমন্ত্রী) খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সারা বিশ্বের সমস্যা, এটা বাংলাদেশের সমস্যা না। এটা মিয়ানমারের সমস্যা। এই সমস্যা মানবিক সমস্যা এবং সারা বিশ্বের সমস্যা।
আজ রোববার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তি স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।
ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রীর মেয়ের জামাই সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মো. হাবিবে মিল্লাত, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন, সড়ক, সেতু নির্মাণসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করেন এলজিআরডিমন্ত্রী।
সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী, যারা বড় বড় কথা বলেন। টাউটারি ছাড়া কোনো কাজ করে না। মানুষজনরে পুড়ায়া, জ্বালায়া মারে সেই বিএনপি সম্পর্কে আমার দুটি কথা ছিল। একটা কথা, আপনাদের বলি বিএনপি নামক দল থেকে আপনারা সাবধান থাকেন। বিএনপিরে ধারে কাছে আপনারা ভিড়তে দিয়েন না। তারা উন্নয়ন তো করেই নাই, উন্নয়নের ১২টা বাজাতে চেষ্টা করে।
এলজিআরডিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা আগামী দেড় বছরের মধ্যে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাইয়া দিবে। ২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হয়ে যাবে। আওয়ামী লীগ এই নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে। আমি জানি না, এখন কেউ বলতে পারে না আমিও আগামী নির্বাচনে টিকেট পাব নাকি পাব না। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছেন। উনি ঘোষণা করেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, ইনশাআল্লাহ। এর মানে কি? বাংলাদেশের একটা লোক না খেয়ে থাকবে না, বাংলাদেশের একটা লোক মাথার ওপরে ছাদ ছাড়া বসবাস করবে না, বাংলাদেশের লোক উন্নত দেশের মতো জীবনযাপন করবে।’