রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে : মেনন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ শুক্রবার বরিশালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা ও মহানগর শাখার কর্মিসভায় এ মন্তব্য করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, পৃথিবীর মানুষের কাছে এটি একটি উদাহরণ। বর্তমান সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাব। মিয়ানমারে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে, সেখানে শান্তিপূর্ণ অঞ্চল প্রতিষ্ঠা করে এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে।’
বিএনপিকে উদ্দেশ করে রাশেদ খান মেনন বলেন, ‘আমরা অত্যন্ত সংকটাপন্ন, তখন বিএনপি এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। আমরা জানি এর মধ্যে বিপদ আছে, কারণ এই অঞ্চলে একটি আঞ্চলিক রাজনীতি আছে। চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল, আরাকান রাজ্যকে নিয়ে বহুদিন আগে থেকেই নানা ধরনের চক্রান্তের গল্প আমরা জানি।’
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সাম্প্রতিককালে জাতিগত নিধনের নিকৃষ্টতম উদাহরণ বলেও মন্তব্য করেন বিমানমন্ত্রী।
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে মেনন বলেন, উত্তরাঞ্চলের বন্যায় দেশের ফসলের ক্ষতি হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, দেশে দুর্ভিক্ষ চলছে। সরকারের গৃহীত ব্যবস্থা এ সংকটের সমাধান করবে।
নগরের অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল হক নীলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য টিপু সুলতান, বজলুর রহমান, শাহজাহান তালুকদার।