‘দেশে আজ মা-বোনদের নিরাপত্তা নেই’

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশে আজ মা-বোনদের নিরাপত্তা নেই। যেখানে সেখানে তাঁরা ধর্ষণের শিকার হচ্ছেন।
আজ শনিবার খুলনায় জেলা ও মহানগর মহিলা দলের প্রতিনিধি সভায় আফরোজা আব্বাস এসব কথা বলেন। সকালে ও দুপুরে পৃথক স্থানে এসব সভার উদ্বোধন করেন তিনি।
সকালে ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত মহানগর মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং দুপুরে শিববাড়ী মোড়ে একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা। সভাপতিত্ব করেন যথাক্রমে সৈয়দা রেহানা ঈসা ও তসলিমা খাতুন ছন্দা।
সভায় আফরোজা আব্বাস বলেন, দেশে আজ মা-বোনদের নিরাপত্তা নেই। যেখানে সেখানে মা-বোনেরা ধর্ষণ-হত্যার শিকার হচ্ছে। আর ভাইদের গুম, হত্যা, মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক উল্লেখ করে সরকারকে হটাতে কঠিন আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পৃথক এসব সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন খান, নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা প্রমুখ।