পাবনায় হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগের নেতা আজ শুক্রবার মারা গেছেন।
নিহত দানেজ শেখ আমিনপুরের চরপাড়া মালঞ্চি গ্রামের কিয়ামুদ্দিন কেরু শেখের ছেলে এবং আমিনপুর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান জানান, পূর্বঘটনার জের ধরে মালঞ্চি গ্রামের আওয়ামী লীগ কর্মী আবদুল গফুরের সঙ্গে যুবলীগ নেতা দানেজ শেখের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল গফুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দানেজকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন দানেজকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত দানেজের মা নাছিমা বেগম বাদী হয়ে আওয়ামী লীগকর্মী আবদুল গফুরসহ ১১ জনকে আসামি করে আমিনপুর থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ ও ফাহিম নামের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসাম গফুর পলাতক।