হাতিয়ায় অস্ত্রসহ ‘জলদস্যু’ গ্রেপ্তার

নোয়াখালী জেলার হাতিয়ায় আল মামুন ওরফে খোকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানিয়েছে, আটক খোকন একজন জলদস্যু। তিনি ‘খোকন বাহিনীর’ প্রধান।
কোস্টগার্ড জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় ঘাসিয়ার চর এলাকা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন রামগতি উপজেলার চর গজারিয়া গ্রামের বাসিন্দা।
হাতিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার লে. বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সোমবার বিকেলে দস্যু বাহিনীর প্রধান খোকন ও তার সহযোগীদের অবস্থান জানতে পেরে ঘাসিয়ার চর বারআউলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় তার সহযোগীরা পালাতে পারলেও বাহিনীর প্রধান খোকন একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ আটক হয়। পরে তার স্বীকারোক্তি অনুযাযী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো চারটি একনলা বন্দুক, পাঁচটি মোবাইল ও একটি লোহার বড়শি উদ্ধার করা হয়।
বোরহান উদ্দিন আরো জানান, খোকনকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় বারআউলিয়া বাজারের কাছে কিছু নারী-পুরুষ লাঠি, দা-বঁটি নিয়ে খোকনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ১১টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোকন ও উদ্ধারকৃত মালামাল হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত জলদস্যু প্রধান খোকনের বিরুদ্ধে রামগতি, মনপুরা ও হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। সম্প্রতি রামগতির চর আবদুল্লাহ ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি খোকন।