ভাইকে বাঁচাতে গিয়ে বড় বোনও মারা গেল

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে শিশু দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহেশপুর পৌরসভার হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো হামিদপুর এলাকার গোলাম মোস্তফার মেয়ে মাধুরী (৯) ও মাহবুব (৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু মাধুরী ও তার ছোট ভাই মাহবুব আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে মাহাবুব পুকুরে পড়ে গেলে বড় বোন মাধুরী তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়। এতে দুই ভাইবোনই পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইবোনকে মৃত ঘোষণা করেন।
মাধুরী মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও মাহবুব দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।