চট্টগ্রামে চলছে বৃক্ষমেলা

বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চট্টগ্রামে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ শনিবার সকালে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে সবার প্রতি আহ্বান জানান।
বৃক্ষমেলা উপলক্ষে সকাল ৯টায় চট্টগ্রামের ডিসি হিল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বাংলাদেশ বন বিভাগ। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আউটার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এবারের মেলায় ৫০টি নার্সারি ও গাছের চারার স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা স্বল্পমূল্যে বিক্রির পাশাপাশি বন ও পরিবেশবিষয়ক বিভিন্ন তথ্য দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে। মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে। আগামী ৮ আগস্ট শেষ হবে ১৫ দিনের এই বৃক্ষমেলা।
মেলা উপলক্ষে আজ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।