রোহিঙ্গাদের জন্য ৯৪ মেট্রিক টন সৌদি ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। আজ শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৩.৮১ মেট্রিক টন সৌদি ত্রাণসামগ্রীর প্রথম চালান পৌঁছেছে।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা নিয়ে আসা সৌদি বিমানটি শুক্রবার সকালে শাহ আমানতে অবতরণ করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তা আমীর ওমান সেলিম ওমরের কাছ থেকে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আমীর ওমান সেলিম ওমর রোহিঙ্গা ইস্যুকে একটা নিরাপত্তা সংকট হিসেবে অভিহিত করে বলেন, এই নিরাপত্তা ও শরণার্থীদের খাদ্য ব্যবস্থাপনা মোকাবিলা করা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। ওমর বলেন, সৌদি আরব বাংলাদেশের জন্য আরো ত্রাণসহায়তা পাঠাবে।
ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাশুকুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিমানবন্দর স্টেশন ম্যানেজার রেজাউল কবির উপস্থিত ছিলেন।