স্বাভাবিক রাজনীতি করার গ্যারান্টি চায় বিএনপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/25/photo-1437841207.jpg)
স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছে গ্যারান্টি চেয়েছে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
urgentPhoto
‘আমরা চাই, দেশে সব দলই সুষ্ঠু ধারার রাজনীতি করুক’ গত ২১ জুলাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন বিএনপি মুখপাত্র।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, বিএনপি স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। আমরা সরকারের কাছ থেকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার গ্যারান্টি চাই। তার পূর্ব শর্ত হিসেবে, কারাগারে আটক আমাদের দলীয় নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। পূর্ব শর্ত হিসেবে, আমাদের নেতৃবৃন্দের নামে যেসব মিথ্যা মামলা-মোকদ্দমা করা হয়েছে, সেগুলো প্রত্যাহার করে নিতে হবে।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অভিযোগ করেন, নেতাদের কারাগারে আটকে রেখে, অসংখ্য মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে।
‘বিএনপি সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসী। অথচ সরকার নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় না হেঁটে বিএনপিকে দুর্বল করার কৌশল নিয়েছে। আর এ কাজ করতে গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেই দুর্বল করা হচ্ছে।’
এ সময় দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ যে কোনো ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সংলাপে বসতে প্রস্তুত বলেও জানান আসাদুজ্জামান রিপন।