বাগেরহাটে দুর্গাপূজা উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার

বাগেরহাটের শিকদারবাড়িতে দুর্গাপূজার উদ্বোধন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার দুপুরে মহাষষ্ঠী পূজার মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সময়ে ভারতীয় হাইকমিশনার বাগেরহাটের শিকদারবাড়ী পূজামণ্ডপে ৬৫১টি প্রতিমা ঘুরে ঘুরে দেখেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ভারতের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপিত হতে দেখে তিনি খুশি। ঢাকার বাইরে বাগেরহারটের শিকদারবাড়িতে ৬৫১টি প্রতিমা নিয়ে পূজায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
আয়োজকদের দাবি, শিকদারবাড়ির মণ্ডপে দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা রয়েছে।
এবার বাগেরহাটে ৬০৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।