রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বাংলাদেশ-ভারতের প্রতিনিধিদল

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের প্রতিনিধিদল। আজ বুধবার সকালে নির্মাণাধীন প্রায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট’ এলাকা পরিদর্শন করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহম্মদ কায়কাউস, অতিরিক্ত সচিব মো. মাহবুবুল আলম এবং ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রিপ্রিয়া রঙ্গনাথন।
নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ‘হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড’ কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করে। এ সময় দুই দেশের বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিদল যৌথভাবে প্রকল্প এলাকায় নির্মিত সিকিউরিটি আউটপোস্ট, মেডিকেল সেন্টার ও লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দুই দেশের বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল ছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য, মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, রামপাল উপজেলার ইউএনও দুলাল কুমার পালসহ স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।