রোহিঙ্গাদের জন্য আরো ৩৩১ কোটি টাকা দেবে যুক্তরাজ্য
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/09/28/photo-1506602410.jpg)
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরো তিন কোটি পাউন্ড (প্রায় ৩৩১ কোটি ৬৪ লাখ টাকা) সহায়তা দেবে যুক্তরাজ্য। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে এ সহায়তা দেওয়ার কথা জানায় যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে ত্রাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আজ বুধবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডস ও অ্যালিস্টার বার্ট।
বৈঠক শেষে ত্রাণমন্ত্রী মায়া বলেন, রোহিঙ্গারা মিয়ানমার সরকারের গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। সব মিলিয়ে এখন প্রায় নয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে। যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে। তাঁরা এ জন্য এ প্রতিনিধিদলের মাধ্যমে যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
মায়া বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় যুক্তরাজ্য সরকারও বাংলাদেশের প্রশংসা করেছে। মানবতার জন্য বাংলাদেশ এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রতিনিধিদল আমাদের জানিয়েছে।’
যুক্তরাজ্যের সহায়তার বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, এর আগেও কয়েক দফায় যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য অর্থসহায়তা দিয়েছে। আজ আবার তিন কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে।
রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক জনমত রোহিঙ্গাদের পক্ষে আসতেছে। আমরা আশা করছি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ মাতৃভূমিতেই পুনর্বাসন করা যাবে। যতদিন পর্যন্ত তাদের মিয়ানমারে ফেরত দেওয়া সম্ভব না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ তাদের আশ্রয় দেবে। এ সমস্যা দীর্ঘমেয়াদি হলে রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পুনর্বাসন করা হবে। এ ভাসানচরেরই আগের নাম ছিল ঠেঙ্গারচর। এখানে রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করে সব ধরনের অবকাঠামো তৈরি করা হবে।’
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।