আশুরা উপলক্ষে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন কামাল বলেছেন, সব ধরনের ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দায়িত্ব পালন করে, আশুরাতেও সেভাবে কাজ করবে। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার রাজধানীর মগবাজারে মোটরপার্টস ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আশুরা উপলক্ষে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, গোয়েন্দারা কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কোনো জঙ্গিদের, কোনো সন্ত্রাসীদের কোনো ধরনের অরাজক পরিস্থিতি আমরা করতে দেব না। আমাদের নিরাপত্তা বাহিনী সেভাবেই কাজ করছে।