সরাইলে তিনদিনব্যাপী বৃক্ষমেলা শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/27/photo-1438000375.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনদিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় শিক্ষার্থী ও কৃষকদের মধ্যে দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়।
পরে সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, জাতীয় পার্টির নেতা রহমত আলী।
মেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।