ভাড়াটে দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

পাবনায় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মিঠুকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মুন্নীকে (২৫) গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
মিঠু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আবু কুদ্দুস জানান, মিঠুর স্ত্রী মুন্নী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁর স্বামী মিঠু মাদকসেবী ছিলেন। মাদকসেবনের ফলে প্রায়ই বাড়িতে ভাঙচুর করে চরম অশান্তি সৃষ্টি করতেন। এ ছাড়া এক মেয়ের সঙ্গে পরকীয়া করে তাঁকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকতেন। মিঠুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হন তাঁকে হত্যাকাণ্ডের পথ বেছে নিতে।
মুন্সি আবু কুদ্দুস জানান, গত ২১ জুলাই পাবনার চাটমোহর উপজেলার কাঠগড়া সেতুর নিচ থেকে পাবনা শহরের ছাতিয়ানী এলাকার হাজি আবুল কাশেমের ছেলে মিঠুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিঠুর স্ত্রী মুন্নী বাদী হয়ে পাবনা সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ হয় এ হত্যাকাণ্ডের সঙ্গে মিঠুর স্ত্রী মুন্নী নিজেই জড়িত রয়েছেন। এর ভিত্তিতে গত রোববার বিকেলে মুন্নীকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুন্নী এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে নিহত মিঠুর মা ফাতেমা বেগম বাদী হয়ে মুন্নি ও তাঁর সহযোগী মাঠপাড়ার সুজন (৩০), মাধপুর হাটবাড়িয়ার হোসেন আলী কসাইসহ (২৭) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।