প্রধান বিচারপতির ছুটি নিয়ে রাজনীতি করছে বিএনপি : কাদের

বিএনপি প্রধান বিচারপতির অসুস্থতাজনিত ছুটি নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগাতে চাইছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাশিবিরের উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বিশ্বে যে নজির স্থাপন করেছেন, তার জন্য বাংলাদেশ আজ জাতিসংঘের কাছে প্রশংসিত।
কাদের আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বিএনপির যাওয়াটা দায়সারা গোছের। তাদের ত্রাণ সাহায্যও লোকদেখানো। তারা যা কথাবার্তা বলছে সবকিছুর মূল সুর হচ্ছে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।