‘রোহিঙ্গাদের নিয়ে অবৈধ ব্যবসা করলে ছাড় নেই’

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কোনো অবৈধ ব্যবসা বা অপরাধে জড়ালে আমরা ছাড় দেব না। কোনো অবৈধ ব্যবসা যেন না হয়, সেটি আমরা খেয়াল রাখছি।’
আজ কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে বেনজীর আহমেদ এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘টেকনাফে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করেছি।’
রোহিঙ্গাদের ব্যাপারে বেনজীর আহমেদ বলেন, ‘নির্যাতনের শিকার হয়ে মানুষগুলো এসেছে। তাদের এবং স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি।
বিপদে পড়ে এসব মানুষ আশ্রয় নিয়েছেন, তাঁদের কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা কোনো অপরাধ করে তাদের আমরা ছাড় দেব না।’
বেনজীর আহমেদ আরো বলেন, ‘সরকারের পরিকল্পনা রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট এলাকায় রাখা। তারা যেন সমস্ত বাংলাদেশে ছড়িয়ে না পড়ে এ ব্যাপারে স্থানীয় জনগণ, সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। কেউ যেন ছড়িয়ে পড়তে সহযোগিতা না করে। তা করলে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। কেউ ছড়িয়ে পড়লে জানাবেন যেন তাদের পুনরায় নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারি।’