বরিশালে খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টায় ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি এলাকার পাঁচপীরের মসজিদসংলগ্ন খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃতদেহের পরনে একটি গামছা ছাড়া আর কোনো পোশাক ছিল না।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর জানান, স্থানীয় লোকজন খালে ওই মৃতদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে অবহিত করে। তাঁরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করছেন। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।