জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের খুটারচর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে খুটারচর এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মনোয়ার হোসেন (১৮) ও রতন (১৯) নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মনোয়ারের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর ও রতনের বাড়ি একই ইউনিয়নের মদনের চর এলাকায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।