পরিবারসহ কুয়াকাটা যাওয়ার মাঝপথেই লাশ হয়ে ফিরলেন আসাদ
পরিবার নিয়ে কুয়াকাটায় বেরাতে যাচ্ছিলেন যশোরের বেনাপোলের বাসিন্দা আসাদুজ্জামান আসাদ (৬৫)। কিন্তু পথেই যাত্রাবিরতিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে নির্মাণাধীন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান আসাদ যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, যাত্রাবিরতির জন্য বাসটি সেখানে থামে। অনেক যাত্রীই বাস থেকে নামেন। সবাই ফিরে এলেও আসাদুজ্জামান আসাদ ফেরেননি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মহাসড়কে তার মরদেহ মিলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় তার মৃত্যু হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, ‘সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী ওঠেনি। খোঁজাখুঁজি করার পর পেট্রোল পাম্পের পাশে রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখি। রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। আমরা কেউ টের পাইনি।’
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি জানান, আসাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।