বরিশালে বাসচাপায় বৃদ্ধা নিহত

বরিশাল নগরের রুপাতলী এলাকায় আজ শনিবার বিকেলে বাসের চাপায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত আনোয়ারা বেগম ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর কাচারিবাড়ি এলাকার মৃত মানিক হাওলাদারের স্ত্রী। তিনি রুপাতলী পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন কাজিবাড়িতে মেয়ের জামাই হালিমের বাড়িতে বেড়াতে আসছিলেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক পার হওয়ার সময় রিয়াজ-রিফাত নামের একটি যাত্রীবাহী বাস আনোয়ারা বেগমকে চাপা দেয়। বাসটি রুপাতলী স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসটিকে আটক করলেও এর চালক ও অন্য পরিবহন শ্রমিকরা পালিয়ে যান। পরে থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং বাসটিকে জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।