নড়াইলে ‘টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের’ আহ্বায়ক কমিটি গঠন

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নতুন আহ্বায়ক এম মুনির চৌধুরী ও যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রশীদ লাবলু। ছবি : এনটিভি
নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে শহরের ডিজিটাল লাইব্রেরীতে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট তারিকুজ্জামান লিটু।
সভায় বক্তব্য দেন বিদায়ী সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, মীর্জা নজরুল ইসলাম, সুজয় কুমার বকশী, মাহাবুবুর রশীদ লাবলু, মুন্সী আসাদুর রহমান, আবদুস সাত্তার প্রমূখ।
সভায় সবার সিদ্ধান্তে এনটিভির জেলা প্রতিনিধি এম মুনির চৌধুরীকে আহ্বায়ক ও বাংলা টিভির মাহাবুবুর রশীদ লাবলুকে যুগ্ম-আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আরটিভির মোস্তফা কামাল, দেশটিভির শরিফুল ইসলাম বাবলু ও চ্যানেল নাইনের ইমরান হোসেন। কমিটি ঘোষণার সময়ে জেলার বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।