মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে সৃষ্ট লঘুচাপের কারণে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
লঘুচাপের প্রভাবে আজ রোববার সকাল থেকে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। ঝড়-বৃষ্টির ফলে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাসের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগের মাস্টার কমান্ডার মো. ওলিউল্লাহ। এ ছাড়া বন্দরের জেটি, কার ও কনটেইনার ইয়ার্ডের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।
লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় মোংলার বিভিন্ন এলাকায় চিংড়ির ঘের প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বাঁধ ডুবে ও ভেঙে নদীর পানি ঘের ভাসানোর পাশাপাশি নিম্নাঞ্চলের বাড়িঘরে ঢুকে পড়েছে।