নড়াইলে টিএসআইয়ের বিচারের দাবিতে এসপির কার্যালয় ঘেরাও

নড়াইলে টিএসআই পান্নু শেখের বিচারের দাবিতে রোববার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন ইজিবাইক চালকরা। ছবি : এনটিভি
নড়াইলে শহর পুলিশের উপপরিদর্শক (টিএসআই) পান্নু শেখের বিচারের দাবিতে পুলিশ সুপারের (এসআই) কার্যালয় ঘেরাও করেছেন ইজিবাইক চালকরা। রোববার দুপুরে শতাধিক চালক সড়কের পাশে ইজিবাইক রেখে কার্যালয় ঘেরাও করেন।
পরে বিষয়টি নিয়ে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সঙ্গে কথা বলেন ইজিবাইক চালক নেতৃবৃন্দ।
ইজিবাইক চলকদের অভিযোগ, টিএসআই পান্নু শেখ ইজিবাইক শ্রমিকদের শহরের বাইরে ইজিবাইক চালাতে দিচ্ছেন না। তিনি প্রতিনিয়ত ইজিবাইক শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন এবং ইজিবাইক আটকে রাখেন।
এসব ঘটনায় টিএসআই পান্নু শেখের সুষ্ঠু বিচার দাবি করেন ইজিবাইক শ্রমিকরা।