চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) ফাঁসি বহাল রেখে রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে চট্টগ্রামে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ বুধবার সকালে এ রায় দেন।
মহানগরে অতিরিক্ত পুলিশ ও র্যাবের টহলের পাশাপাশি কয়েকটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
২৮ বর্ডার গার্ডের উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ এনটিভি অনলাইনকে জানান, সীতাকুণ্ড, হাটহাজারী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানে আজ ভোর থেকেই দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্য যেকোনো এলাকায় জরুরি প্রয়োজনে দ্রুত পাঠাতে অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।
এদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গণজমায়েত ডেকেছে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।
আজ মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দেন। ২০১৩ সালের ১ অক্টোবর তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হরতালের আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন তিনি। এর পর ওই বছরের ১৯ ডিসেম্বর সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।