মওদুদের বক্তব্য ভূতের মুখে রাম নাম : হানিফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/15/photo-1508077585.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্য ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই নয়।
আজ রোববার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন।
এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সুস্থতা বা অসুস্থতা বিষয়ে সরকারের অবস্থান নিয়ে গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওদুদ বলেন, সরকার আদালতকে অপমানিত করেছে।
হানিফ বলেন, ‘মওদুদ আহমেদের সময়ে বিচারপতির দরজায় লাথি মারা হয়েছিল। এজলাসে বসা অবস্থায় বিচারপতির চাকরিচ্যুত করা হয়েছিল। যারা জাল-জালিয়াতি করে পদে পদে বিচারালয়কে অপমানিত ও কলুষিত করেছিল, তাদের মুখে এ ধরনের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না।’
বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দলের নেতাদের এমন অভিযোগের বিষয়ে হানিফ বলেন, ‘দেশের আইন সবার জন্য সমান। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হতে পারে। খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ মনে করেন অবশ্যই উনি আদালতের শরণাপন্ন হবেন। আদালতের মাধ্যমে নিজেকে নিরপরাধ প্রমাণ করবেন। এখানে তো আর কারো বাধা নেই।’
একটি মামলাকে কেন্দ্র করে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, এ ধরনের কথাবার্তা বলাকে দুর্বলতার পরিচয় বলেই মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে দূরে থাকতে এসব কথাবার্তা বলে ক্ষেত্র প্রস্তুত করছে।
রোহিঙ্গা সমস্যা সম্পর্কে হানিফ বলেন, জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফার ওপর ভিত্তি করেই রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব হবে। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে চীন, রাশিয়াসহ যেসব রাষ্ট্র এখনো মিয়ানমারের পক্ষে আছে তারা হয়তো বাস্তবতা উপলব্ধি করে তাদের মত পরিবর্তন করবে এবং সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলেও মনে করেন হানিফ।
পরে প্রধান অতিথি হিসেবে হানিফ বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।