লক্ষ্মীপুরে শিবিরকে পুলিশের ধাওয়া, গুলি

লক্ষ্মীপুর সদরে আজ রোববার সকালে হরতালের সমর্থনে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি গুলি ছুড়ে। এতে মামুনুর রশিদ নামের শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হন। তিনজনকে পিটুনি দেয় পুলিশ।
পিটুনিতে আহত তিন শিবির কর্মী হলেন এমরান হোসেন, আবদুল্লাহ আল মামুন ও মুজাহিদ। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ হেফাজতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মামুনুরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, সদরের মিয়া রাস্তা এলাকায় আজ সকালে মিছিলের নামে শিবিরকর্মীরা নাশকতার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করা হয়। এ সময় চার শিবিরকর্মীকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
এদিকে আজ একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের চালতাতলী এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের সময় স্থানীয় লোকজন শিবিরকর্মী মুজাহিদকে (২০) মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।