ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আশানুর রহমান আশা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাহার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশা ও তার ভাই মইদুল ইসলাম গতকাল শনিবার (১০ মে) বিকেলে বিএনপির স্থানীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ বিপ্লব হোসেনের নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ তাদের মিছিলে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে আশা ও মইদুল গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার দিনগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশা। আজ সকালে হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আহত মইদুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর নিহত আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।