রাজশাহীতে লক্ষাধিক লিটার চোলাই মদ ধ্বংস

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চোলাই মদ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ ১০০ লিটার চোলাই মদ ধ্বংস করেছে র্যাব। আজ বুধবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত চালানো করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফার ইয়াসমিন।
র্যাব ৫-এর উপ-অধিনায়ক মেজর কামারুজ্জামান রেজা জানান, পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া এলাকায় চোলাই মদ তৈরি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে র্যাব ৫-এর সহযোগিতায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফার ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই গ্রামে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে লক্ষাধিক লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।