কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬১তম জন্মবার্ষিকী আজ

আজ ১৬ অক্টোবর। তারুণ্য ও সংগ্রামের প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬১তম জন্মবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবির স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান।
দিনটির স্মরণে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠেখালিতে আজ সোমবার সকালে রুদ্র স্মৃতি সংসদ শোভাযাত্রাসহ কবরে পুষ্পস্তবক অর্পণ,মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মোংলা সরকারি কলেজ মিলনায়তনে সকাল ১০টায় কবির স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনটির স্মরণে রুদ্র সংসদ, ঢাকা আজ বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুলে স্মরণসভার আয়োজন করে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়। পাশাপাশি কবির জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুদ্রসমগ্র’ নামের কবির জীবনী, সকল সৃষ্টি, আলোকচিত্র, গান ইত্যাদি নিয়ে তৈরি হচ্ছে ওয়েবসাইট (www.ruddroms.com )।
মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুর করেছেন।
পরবর্তী সময়ে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।
‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থ দুটি ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দুই বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।