অনুমতি না পেয়ে খুলনায় হলো বাগেরহাট মহিলা দলের সম্মেলন

বাগেরহাট জেলার কোথাও অনুমতি না পাওয়ায় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বাষিক সম্মেলন করতে হয়েছে পাশের জেলা খুলনায়।
আজ মঙ্গলবার খুলনা বিএনপির কার্যালয়ে মহিলা দলের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সাইদা আক্তার।
সম্মেলনের জন্য বাগেরহাটে কোথাও অনুমতি না পাওয়া প্রসঙ্গে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, বাগেরহাটে মহিলা দলের সম্মেলনের জন্য জেলার কোথাও অনুমতি দেয়নি পুলিশ। পরে খুলনার একটি হোটেলে সম্মেলনের জন্য অনুমতির চাওয়া হয় খুলনা জেলা পুলিশের কাছে। কিন্তু সেখান থেকেও মেলেনি অনুমতি। ফলে বাধ্য হয়ে শহরের কে ডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে যোগ দেন জাতীয়তাবাদী মাহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নিজের বক্তব্যে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার গুম, খুন আর মামলার রাজনীতির উন্নয়ন করেছে।’