প্রত্যাহার হলো লক্ষ্মীপুরের মেয়র তাহেরের সেই নির্দেশ

নামাজের সময় লক্ষ্মীপুর পৌর শহরের সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছেন মেয়র আবু তাহের।
গতকাল মঙ্গলবার শহরে মাইকিং করে মেয়রের এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে গত রোববার মেয়রের দোকানপাট বন্ধের নির্দেশে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়রকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
জানা গেছে, পৌরসভার মেয়র আবু তাহেরের নির্দেশে রোববার পৌর শহর এলাকায় নামাজের সময় সব দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকে প্রচারণা চালানো হয়। ঘোষণার পর সোমবার নামাজের সময় বেশির ভাগ দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরাও বাধ্য হয়ে নামাজের সময় দোকানপাট বন্ধ রাখেন। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে মেয়রের সিদ্ধান্ত সঠিক বলে মনে করলেও কিছু ব্যবসায়ী এতে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের যুক্তি, ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না, এমন পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা।
এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসক হোমায়রা বেগম সোমবার রাতেই পৌর মেয়র আবু তাহেরকে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে গতকাল মঙ্গলবার পুনরায় মাইকিং করে নামাজের সময় শহরের দোকানপাট বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নেন মেয়র।
এ ব্যাপারে জেলা প্রশাসক হোমায়রা বেগম জানান, নামাজের সময় দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়ায় পৌরসভার মেয়রকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশের জবাবে মেয়র তা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।
জবাবে মেয়র আবু তাহের জানান, চকবাজার জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে তিনি কমিটির সদস্যদের অনুরোধে নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছেন। এ ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করা হয়নি বলেও দাবি করেন তিনি।