সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি

সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কাজির পয়েন্টে সনাক কার্যালয় থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে এই র্যালি বের হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ূথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোটের আয়োজনে এ বাইসাইকেল র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী কয়েকটি বিদ্যালয়ে ফলের চারা রোপন করে।
এর আগে সকালে সাইকেল র্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও সনাক সদস্য পরিমল কান্তি দে, এনামুল হক চৌধুরী,সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান মোল্লা, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজাদ মিয়া, টিআইবির এরিয়া ম্যানেজার মো. শফিউল্লাহ প্রমুখ।