আশুগঞ্জে যুবক ‘অপহরণ’, মুক্তিপণ দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/30/photo-1438265293.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বাদল নামের এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। বাদলের পরিবার জানিয়েছে, ফোন করে মুক্তিপণ হিসেবে একলাখ টাকা দাবি করেছে দুর্বত্তরা।
বাদলের স্ত্রী রানী জানান, দুর্গাপুর ইউনিয়নে চকবাজারে একটি রুটির দোকান চালান বাদল। বৃহস্পতিবার প্রতিদিনের মতোই ভোরে দোকানে যাচ্ছিলেন বাদল। এর পরই আর খোঁজ পাওয়া যায়নি। পরে একটি মোবাইল ফোন নম্বর (০১৭২৯৩১৬৭৭৫) থেকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। রানী বলেন, ‘আমরা গরিব মানুষ। এত টাকায় কোথায় পাব?’ এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, ‘অপহরণের বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে । পুলিশ বাদলকে উদ্ধারে জোর তৎপরতা চালাবে এবং অপহরণের সাথে জড়িতদের আটক করে শাস্তির ব্যবস্থা করবে।